সম্প্রতি ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারির সিনিয়র উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল সিয়াভাস জারেহ জানিয়েছেন, ইরানের নৌবাহিনীতে অতি শীঘ্রই যুক্ত হতে যাচ্ছে ফাতেহ সাবমেরিন। আর এই সাবমেরিনটি সম্পূর্ণভাবে ইরানের প্রযুক্তিতে তৈরি করা হয়েছে।
তিনি বলেন, আমেরিকা, চিন, রাশিয়া, ব্রিটেন ও ফ্রান্সের পাশাপাশি এখন ইরানও সাবমেরিন তৈরি করছে। বিশ্বের মাত্র কয়েকটি দেশ সাবমেরিন ও ট্যাংক তৈরি করতে সক্ষম। কঠোর প্রচেষ্টা ও অভ্যন্তরীণ প্রযুক্তির উপর নির্ভর করেই ইরানি বিশেষজ্ঞরা এই সাফল্য অর্জন করেছেন। তিনি জানান, ৬০০ টন ওজন শ্রেণির ফাতেহ সাবমেরিন হচ্ছে সেমি-হ্যাভি সাবমেরিন এবং এতে টর্পেডো ও নেভাল মাইনের মতো অস্ত্র বসানো হয়েছে। এই সাবমেরিন সমুদ্র পৃষ্ঠ থেকে ২০০ মিটার জলের নিচ দিয়ে চলতে পারে এবং একটানা পাঁচ সপ্তাহ জলের নিচেই থাকতে পারবে।
প্রায় দুই দশক আগে ইরান তার প্রথম সাবমেরিন মোতায়েন করেছির। তারপর নানা রকমের নিষেধাজ্ঞা দেওয়ার পরও ইরান উন্নত প্রযুক্তির আয়ত্ব করতে সক্ষম হয়েছে। ইরান এরই মধ্যে নিজস্ব প্রযুক্তিতে তৈরি গাদির, কায়েম, নাহাঙ্গ, তারেক ও সিনা নামে সাবমেরিনসহ বিভিন্ন শ্রেণির সাবমেরিন চালু করেছে। এবার সেই তালিকাতে যুক্ত হতে যাচ্ছে ফাতেহ সাবমেরিনটি। এমনটিই দাবি করলেন, অ্যাডমিরাল জারেহ।
বিডি প্রতিদিন/এ মজুমদার