৩৫ বছরের এক গবেষণায় এক আজব তথ্য বের করেছেন লন্ডনের কিংস কলেজের বিজ্ঞানীরা। তারা জানান, এখন থেকে তিন বছর বয়সেই মস্তিষ্ক পরীক্ষা করে বলা যাবে শিশুটি বড় হয়ে অপরাধী হবে কিনা। এতে করে পরীক্ষায় নেতিবাচক কিছু ধরা পড়লে শিশুদের আগে থেকেই ভালো হওয়ার সুযোগ দেয়া সম্ভব হবে।
গবেষণার জন্য ১০০০ মানুষকে তাদের ৩৮ বছর বয়স পর্যন্ত পর্যবেক্ষণ করা হয়। গবেষকরা জানান, তিন বছর বয়সে মাত্র ৪৫ মিনিটের 'মস্তিষ্ক স্বাস্থ্য' পরীক্ষার মাধ্যমে বলে দেয়া সম্ভব কোন শিশু প্রাপ্তবয়স্ক হয়ে কেমন হবে। মস্তিষ্ক স্বাস্থ্য নির্ধারিত হয়, বুদ্ধিমত্তা, ধারণক্ষম ভাষা এবং মোটর দক্ষতা মূল্যায়ন করে।
গবেষক অধ্যাপক অ্যাভশালম ক্যাসপি বলেন, জীবনের শুরু ও শেষের সঙ্গে শক্তিশালী সংযোগ রয়েছে। তবে এ গবেষণা থেকে প্রাপ্ত তথ্য শিশুদের জীবনকে আরও জটিল করে তুলবে আমরা এমনটা চাই না। সব শিশুকে এমনভাবে পরিচর্যা করতে হবে যাতে তারা বড় হলে সমাজের মানুষ বিশাল পরিসরে উপকৃত হয়।
বিডি প্রতিদিন/১৪ ডিসেম্বর, ২০১৬/ফারজানা