বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করা ভারতীয় শিক্ষার্থীরা এবার থেকে মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়ার পরীক্ষা না দিয়েই ভারতে প্র্যাকটিস করতে পারবেন। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে এরকমই একটি প্রস্তাব পাঠানো হয়েছে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার কাছে। এই প্রসঙ্গে ভারত সরকারের যুক্তি হল দেশে এই মুহূর্তে প্রয়োজন ৬ লাখ চিকিৎসক। সেই ঘটাতি মেটাতেই চিকিৎসকদের ভারতীয় রেজিস্ট্রেশন দেওয়ার ক্ষেত্রে নিয়ম শিথিল করা উচিত।
উল্লেখ্য, বাংলাদেশ, নেপালসহ দক্ষিণ-পূর্ব এশিয়া, চীন, রাশিয়া প্রভৃতি দেশ থেকে যেসব ভারতীয় শিক্ষার্থীরা এমবিবিএস পাস করে দেশে আসেন তাদের ভারতে প্র্যাকটিস করার ক্ষেত্রে মেডিক্যাল গ্র্যাজুয়েটস এক্সামিনেশন পরীক্ষায় বসতে হয়। একমাত্র তাতে পাস করলেই ভারতে প্র্যকটিসের জন্য রেজিস্ট্রেশন দেওয়া হয়। কিন্তু কেন্দ্রের যুক্তি এই পরীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন নেই।
যদিও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই প্রস্তাবের বিরোধিতায় ইতোমধ্যেই সরব হয়েছে ভারতের মেডিকেল অ্যাসোসিয়েশনগুলি। তেলেঙ্গানার জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জি শ্রীনিবাস জানান, ‘বিদেশ থেকে পাশ করে আসা ডাক্তারদের মান ভারতের মতো নয়। সেখানকার শিক্ষা পদ্ধতিও ভারতের থেকে আলাদা। একদিকে সরকার ভারত থেকে এমবিবিএস পাশ করা ডাক্তারদের পরীক্ষায় বসতে বলছে আবার অন্যদিকে কোন রকম পরীক্ষা ছাড়াই বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ডাক্তারদের এখানে নিয়োগ দিতে চায়। এটা একেবারেই ঠিক নয়। আমরা এর বিরুদ্ধে তীব্র বিরোধিতা জানাচ্ছি’।
তেলেঙ্গানার মেডিকেল কাউন্সিল চেয়ারম্যান ডা. রবিন্দর রেড্ডি জানান, 'এখনও পর্যন্ত মেডিকেল কাউন্সিল অব ইন্ডিয়ার আইন অনুযায়ী বিদেশ থেকে পাশ করে আসা ডাক্তারদের পরীক্ষা দিয়েই ভারতের রেজিস্ট্রেশন পেতে হচ্ছে। কিন্তু দেশে যদি সত্যিই চিকিৎসকের অভাব থাকে তবে প্রশিক্ষত চিকিৎসকদের দিয়ে কেন প্র্যকটিসের সুযোগ দেওয়া হচেছ না?'
নাম না জানানোর শর্তে এক সিনিয়র চিকিৎসক জানান আসলে এদেশে কিংবা বিদেশে পাস করা প্রশিক্ষিত চিকিৎসকরা গ্রামীন এলাকায় গিয়ে চিকিৎসা করতে চান না। ফলে শহর ও আধা-শহরে চিকিৎসা করতে চাওয়া ডাক্তারদের মধ্যে প্রতিযোগিতা বাড়বে।
মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়ার একটি তথ্য অনুযায়ী ২০০২ সাল থেকে এপর্যন্ত বিদেশ থেকে এমবিবিএস পাস করে আসা ২৯,৯৮৬ জন ভারতীয় শিক্ষার্থী ভারতের ফরেন মেডিক্যাল ইক্সামিনেশন পরীক্ষায় বসেছিলেন। কিন্তু এর মধ্যে পাস করেছেন মাত্র ৩,৬১০ জন।
মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া’র এক পরিসংখ্যান বলছে ‘বিদেশ থেকে পাশ করে আসা ডাক্তাদের ভারতে প্র্যাকটিস বাতিল হলে যাওয়ার পরই তারা প্রত্যেকেই সংশ্লিষ্ট দেশে (যেখান থেকে পাশ করেছেন) ফিরে গিয়ে সেখানে প্র্যাকটিশ করছেন। এর মধ্যে বেশিরভাগই মিডল ইস্ট এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে ডাক্তারি করছেন।
বিডি-প্রতিদিন/ ১৪ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ