বর্তমানে যে মিসাইলের রেঞ্জ ৩০০ কিলোমিটার, সে মিসাইলের রেঞ্জ আরও বাড়াতে রাজি হল ভারত ও রাশিয়া। ইতোমধ্যেই ভারত ও রাশিয়ার মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়েছে। শুক্রবার ভারতীয় লোকসভায় কেন্দ্রের তরফ থেকে এক লিখিত বিবৃতিতে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী সুভাষ ভামরে।
অন্যদিকে, জানা গিয়েছে আগামী কয়েক বছরে ভারতের অস্ত্র-ভাণ্ডারে আসছে আরও বেশি সংখ্যক শক্তিশালী কিছু সুপারসনিক মিসাইল। যে সংস্থা এই মিসাইল তৈরি করে, তারাই এই খবর প্রকাশ করেছে। মূলত ভারত ও রাশিয়া যৌথ উদ্যোগে এই মিসাইল তৈরি করে।
রাশিয়ান সংস্থা এরোস্পেশ লিমিটেডের তরফ থেকে জানানো হয়েছে, ভারত এই অস্ত্র ভারত ও রাশিয়ার কোন বন্ধু দেশকেও বিক্রিও করতে পারে। এই মিসাইলের সমান কোনও মিসাইল এই মুহূর্তে বিশ্বে নেই। গতি কিংবা ক্ষমতায় বর্তমানে বিশ্বের সবথেকে শক্তিশালী মিসাইল।
সম্প্রতি চীন সীমান্তে সবথেকে বেশি গতিসম্পন্ন এই মিসাইল মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এর গতি হবে ৩০০০ কিলোমিটার প্রতি ঘণ্টা। আর এতেই আতঙ্ক বেড়ে গিয়েছে চীনের। অন্ধ্রপ্রদেশের সীমান্তে এই মিসাইল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া এই মিসাইল রাখা হতে পারে কাশ্মীরেও। পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা শত্রুদেরও সহজেই টার্গেট করা যায় এই মিসাইলের মাধ্যমে। ভারতীয় সেনাবাহিনীর পাঁচটি রেজিমেন্টের প্রত্যেকটিকে ১০০টি করে মিসাইল আছে। ২০০৭ থেকে এই মিসাইল ব্যবহার করছে ভারত।
বিডি-প্রতিদিন/ ১৬ ডিসেম্বর, ২০১৬/তাফসীর-১২