সিন্ধু চুক্তিতে কোনো পরিবর্তন মেনে নেবে না বলে সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। উরি হামলার পর সিন্ধু পানি বণ্টন চুক্তি পুনর্বিবেচনা করে দেখার সিদ্ধান্ত নেয় ভারত। এর ফলে চাপে পড়ে যায় পাকিস্তান।
পাক সংবাদপত্র ‘ডন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রীর স্পেশাল অ্যাসিস্ট্যান্ট তারিখ ফতেমি দাবি করেন, পাকিস্তানের অবস্থান বিবেচনা করেই চুক্তিটি তৈরি করা হয়েছিল। তার আশা ভারত এবং পাকিস্তান দুই দেশেই যে কোনো পরিস্থিতিতে কথায় এবং কাজে চুক্তিটির যথার্থ সম্মান করবে।
সম্প্রতি কিষেনগঙ্গা এবং রটলে, এই দুই পানি প্রকল্পকে নিয়ে সমস্যার সূত্রপাত। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ জানতে চান, কিষেনগঙ্গা জলপ্রকল্প নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে, কেন কোনো বিশেষজ্ঞদের মত নিয়ে তার সমাধান করা যাবে না। পাকিস্তান মূলত এই জায়গাতেই আপত্তি তুলেছে। এমনকি ভারত মনে করেন, দীর্ঘসময় ধরে আলোচনা করে বিশেষজ্ঞদের মতামত নেওয়া উচিৎ এ বিষয়ে।
১৯৬০ সালে যে চুক্তি নথিভুক্ত হয়েছিল, সেখানে বলা হয়েছিল ভারতের পূর্বের তিনটি নদী বিপাশা, রবি এবং শতদ্রুর ওপর নিয়ন্ত্রণ থাকবে। পাকিস্তানের পশ্চিমের সিন্ধু নদ, চেনাব এবং ঝিলম-এর ওপর অধিকার থাকবে। ভারত তাদের দুটি পানি প্রকল্পই কিষেনগঙ্গা এবং চেনাবের ওপর তৈরি করছে, ইসলামাবাদের দাবি যা সিন্ধু চুক্তি লঙ্ঘন করছে। এর মধ্যে উরি হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হুঁশিয়ারি দেন পাকিস্তানে পানি যাওয়া বন্ধ করে দেওয়া হবে।
বিডি প্রতিদিন/ ১৭ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম