অনলাইনে চাইল্ড পর্নোগ্রাফির ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক মার্কিন নাগরিককে গ্রেফতার করেছে ভারতের হায়দ্রাবাদ পুলিশ৷ আটক সেই মার্কিন নাগরিককে জেরা করে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার শিশু পাচার চক্রের বড়সড় সূত্র মিলবে বলে ধারণা করা হচ্ছে৷ ৪২বছর বয়সী ওই আমেরিকান নাগরিক হায়দ্রাবাদের একটি বহুজাতিক ফার্মে কর্মরত ছিলেন বলে জানা গেছে৷
তেলেঙ্গানার সাইবার ক্রাইম বিভাগের পুলিশ সুপার জানিয়েছেন, জেরায় ওই মার্কিন নাগরিক অন লাইনে শিশুদের অশ্লীল ছবি প্রকাশের কথা স্বীকার করেছেন৷ তার মোবাইল ও ল্যাপটপ থেকে হাজার খানেক অশ্লীল ছবি ও ভিডিও উদ্ধার করা হয়েছে৷
তদন্তে নেমে হায়দ্রাবাদ পুলিশ খতিয়ে দেখছে শিশু পাচার চক্রের বিভিন্ন দিক৷ ওই মার্কিন নাগরিকের সংগ্রহে থাকা শিশুদের পরিচয় জানার চেষ্টা চলছে৷ পুলিশ জানিয়েছে, শাস্তি হিসেবে মার্কিন নাগরিকের অন্তত পাঁচ বছরের জেল হওয়ার সম্ভাবনা রয়েছে৷ একই সঙ্গে ১০ লক্ষ টাকা জরিমানা ধার্য করা হবে৷
সম্প্রতি অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় শিশু পাচার চক্র সক্রিয় হয়ে উঠেছে৷ সেখানকার নাবালক পড়ুয়ারা হায়দ্রাবাদের বিভিন্ন সাইবার কাফেতে ঢুকে ঘণ্টার পর ঘণ্টা নীল ছবি দেখে৷ এতে বাড়ছে অপরাধ প্রবণতা৷
বিডি-প্রতিদিন/ ২০ জানুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৬