যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ক্যাপিটল হিলে পৌঁছেছেন নির্বাচনে ট্রাম্পের কাছে পরাজিত ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন ও তার স্বামী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৮টা ৫০ মিনিটে হিলারি ক্লিনটন ক্যাপিটল হিলে পৌঁছান। আর কিছুক্ষণ পরই মার্কিন কংগ্রেসের ‘ক্যাপিটল হিল’ এ ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য জনপ্রিয়তার দিক দিয়ে ভোটে এগিয়ে থাকলেও নির্বাচনে ইলেক্টরাল ভোটে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান হিলারি ক্লিনটন।
বিডি-প্রতিদিন/ ২০ জানুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২১