সিরিয়ার ইদলিব প্রদেশে মার্কিন বিমান হামলায় জঙ্গি সংগঠন আল-কায়েদার অন্তত ১৫০ সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে পেন্টাগন।
স্থানীয় সময় শুক্রবার বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস জানান, জঙ্গি প্রশিক্ষণ ঘাঁটি লক্ষ্য করে চালানো এই হামলায় আল-কায়েদার বেশ কয়েকজন নেতাসহ অন্তত ১৫০ জন সদস্য নিহত হয়েছেন।
বোমারু বিমান বি-৫২ ছাড়াও আরেকটি বিমানের সমন্বয়ে এই হামলা চালানো হয়। ফেলা হয় ১৪টি বোমা।
এর আগের দিন লিবিয়ার উপকূলীয় শহর সির্ত থেকে ৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) ক্যাম্পে মার্কিন বিমান হামলায় শতাধিক আইএস সদস্য নিহত হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ