ইতালিতে তুষারধসে ভেঙে পড়া একটি হোটেলের ধ্বংসস্তূপ থেকে ১১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন ২০ জন।
ইতালির জাতীয় দমকল বিভাগের মুখপাত্র লুকা কারি জানিয়েছেন, এখন অবধি মোট চার জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ১১ জনকে। আর নিখোঁজ রয়েছেন ২০ জন।
এর আগে গত বুধবার ভয়াবহ তুষারধসে ইতালির পূর্ব আবরুজ্জো প্রদেশের গ্রান সাসো পর্বতের পাদদেশে অবস্থিত রিগপিয়ানো হোটেলটি ভেঙে পড়ে। বরফের চাঁইয়ের গতিবেগ এত বেশি ছিল যে নিজের জায়গা থেকে ১০ মিটার দূরে সরে যায় হোটেলটি। এ ঘটনায় ৩০ জনেরও বেশি লোকের চাপা পড়ার আশঙ্কা করা হয়। ব্যাপক তুষারপাতের কারণে শুরু থেকেই উদ্ধারকার্যে ব্যাঘাত ঘটে।
বৃহস্পতিবার জীবিত কাউকে খুঁজে না পেলেও, শুক্রবার উদ্ধারকারী দল এক জায়গা থেকে মানুষের আওয়াজ পান। সেখানে গর্ত করেই বেশ কয়েকজনকে সেখান থেকে উদ্ধার সম্ভব হয়। ওই অংশটিতে একটি ‘এয়ারপকেট’ থাকায় শ্বাস নিতে পারছিলেন আটকে থাকা পর্যটকরা। উদ্ধারকারীরা আশা করছেন এ রকম ‘এয়ারপকেট’ এর বদৌলতে আরও বেশ কয়েকজনকে উদ্ধার সম্ভব।
বিডি-প্রতিদিন/ ২১ জানুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৭