'মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাহুতে গুলিবিদ্ধ হয়েছেন' এরকম খবর বিবিসির একটি টুইটার অ্যাকাউন্ট থেকে দেয়ার পর বিবিসি জানিয়েছে, অ্যাকাউন্টটি আসলে হ্যাকিং-এর শিকার হয়েছে।
বিবিসি নর্দাম্পটন-এর অ্যাকাউন্ট থেকে শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টা ৫২ মিনিটে একটি টুইট করা হয়: 'ব্রেকিং নিউজ - প্রেসিডেন্ট ট্রাম্প বাহুতে বন্দুকের গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।'
কিছুক্ষণ পরই বার্তাটি মুছে দেয়া হয়, কিন্তু তার আগেই এটি রি-টুইট হয়ে যায়, অর্থাৎ অন্য অনেকে বার্তাটি আবার টুইট করে ছড়িয়ে দেন। ফলে এ নিয়ে নানা মন্তব্য আসতে থাকে টুইটারে।
অনেকে সংশয় প্রকাশ করেন ব্যাপারটি সত্যি কিনা, এবং বিবিসি নর্দাম্পটন কি করে সবার আগে এ খবর পেলো।
বিবিসির একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, তাদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তিনি বলেন - 'এটা যাতে আর না হয় তা নিশ্চিত করতে আমরা তদন্ত করে পদক্ষেপ নিচ্ছি।'
বিবিসি নর্দাম্পটন ঘটনার জন্য দু:খ প্রকাশ করেছে।
সূত্র : বিবিসি
বিডি-প্রতিদিন/ ২২ জানুয়ারি, ২০১৬/ সালাহ উদ্দীন