তাইওয়ানের দক্ষিণাঞ্চলে শনিবার ভোরে ভূমিকম্প হয়েছে। ৫.৬ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল তাইনান নগরী থেকে ১৯ কিলোমিটার দূরে। তাইনান নগরীতে গত ফেব্রুয়ারি মাসে ৬.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ধসে পড়ে বাসিন্দাদের চাপা দেয়। এতে ১শ ১৫ জন প্রাণ হারায়।
জাতীয় দমকল সংস্থার মতে, শনিবারের ভূমিকম্পে নিহতের কোন খবর পাওয়া যায়নি। তবে এতে তাইনান ও কাউমিউংয়ে ৪ জন আহত হয়েছে এবং তাইনানের পূর্বাঞ্চলীয় এলাকায় অল্প সময়ের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, দ্বীপটির দ্বিতীয় বৃহত্তম নগরী কোয়াশিং থেকে ২৩ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে ও নয় কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
বিডি প্রতিদিন/১১ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম