চীনের জিনজিয়াং প্রদেশে মঙ্গলবার দুর্বৃত্তের ছুরিকাঘাত ও গুলিতে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন। বুধবার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় পুলিশ এ খবর জানায়। তিন ছুরিধারীর হামলার লক্ষ্য ও কারণ সম্পর্কে প্রাথমিকাবে জানা যায়নি। তবে এ ধরনের হামলার জন্য সরকার প্রায়ই স্থানীয় মুসলিম বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করে থাকে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে আর্ন্তজাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, দেশটির জিনজিয়াং প্রদেশের পিশান কাউন্টি এলাকায় তিনজন ছুরিধারী হামলা চালালে পাঁচজন নিহত হন। পরে হামলাকারীদের লক্ষ্য করে পুলিশের ছোড়া গুলিতে ওই তিন ছুরিধারী নিহত হন।
বিডি প্রতিদিন/এ মজুমদার