উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উনের সৎ ভাই কিম জং নামের হত্যা মামলা এক নতুন মোড় নিয়েছে। মালয়েশিয়ার কুয়ালা লামপুরে বিমানবন্দরে মঙ্গলবার কিম জং নাম–কে বিষাক্ত সুচ ফুটিয়ে হত্যা করে দুই যুবতী। তাদের একজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। খবর সংবাদ মাধ্যম আজকালের।
হত্যার সময় কুয়ালালামপুর থেকে ম্যাকাওয়ে ফিরছিলেন কিম জং নাম। বিমানবন্দরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ২০ বছর বয়সের এক যুবতীকে মঙ্গলবার সন্দেহজনক ভাবে নামের আশপাশে ঘোরাঘুরি করছে। মনে করা হচ্ছে আরও এক তরুণী ছাড়াও ওই যুবতীকে সঙ্গে দিয়েছে আরও চার জন।
কিন্তু ফুটেজের ছবি খুব ঝাপসা হওয়ায় তরুণীয় সঙ্গীদের ছবির ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারেনি মালয়েশিয়ার পুলিশ। তবে বিমানবন্দরের সামনে থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এক ট্যাক্সি চালককে।
বিডি-প্রতিদিন/ ১৬ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৯