তুরস্কের বিমান হামলায় সিরিয়ায় ইসলামিক স্টেট গ্রুপের দখলে থাকা একটি শহরে ২৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে তুরস্কের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, তাদের অভিযানে কেবলমাত্র 'সন্ত্রাসীরা' নিহত হয়েছেন।
মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ গ্রুপ বৃহস্পতিবার জানিয়েছে, সিরিয়ার আল-বাব শহরে বিমান হামলা ও গোলা বর্ষণে ১১ শিশুসহ ২৪ জন নিহত হয়েছেন। তুরস্কের সামরিক বাহিনীর বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়, সেখানে বিমান হামলা ও গোলা বর্ষণে ১৫ সন্ত্রাসী নিহত হয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার