পাকিস্তানের জঙ্গি দমন শাখার অভিযানে জামাত উল আহরার জঙ্গি বাহিনীর ৬ সদস্য নিহত হয়েছে। দেশটির মুলতানের জঙ্গি আস্তানায় এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম। সংগঠনটি গত সোমবার লাহোরের পাঞ্জাব প্রদেশ আইনসভা ভবনের কাছে বিস্ফোরণ ঘটিয়েছিল। তাতে মৃত্যু হয় ১৪ জনের।
এই ঘটনার পরেই বুধবার পর পর নাশকতায় রক্তাক্ত হয়েছে পাকিস্তান। ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ফলে জঙ্গি দমন অভিযান জোরদার করা হয়েছে। অভিযান চলাকালীন মুলতানে সেনা-জঙ্গি গুলি বিনিময় হয়। বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। বেশ কিছুক্ষণ গুলি বিনিময়ের পর তাদের হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (CTD)।
তেহরিক ই তালিবান থেকে বিচ্ছিন্ন হয়ে জামাত উল আহরার সংগঠনটি ২০১৪ সালে তৈরি হয়। ইসলামিক স্টেটের অনুগত হয়েই পাকিস্তানে নাশকতা চালায় তারা। ২০১৪ সালেই ভারত-পাকিস্তানের ওয়াঘা সীমান্তে বিস্ফোরণ ঘটায় জামাত উল আরহার৷ এছাড়াও বহুবার নাশকতা ঘটিয়েছে এই জঙ্গি সংগঠন। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর সেভেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার