তামিলনাড়ুর ২৯তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইডাপড্ডি.কে.পালানিস্বামী (৬৩)। বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে রাজ্যভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যটির রাজ্যপাল সি. বিদ্যাসাগর রাও। মুখ্যমন্ত্রীর সঙ্গেই এদিন মন্ত্রী হিসেবে শপথ নেন আরও ৩০ জন বিধায়ক। এদের মধ্যে বেশিরভাগ মন্ত্রীই কেয়ারটেকার মুখ্যমন্ত্রী ও. পনিরসেলভমের মন্ত্রিসভার সদস্য ছিলেন।
মুখ্যমন্ত্রীর দফতর ছাড়াও স্বরাষ্ট্র, পুলিশ, অর্থ, পূর্ত, সেচ, সড়কের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নিজের হাতেই রেখেছেন পালানিস্বামী। নতুন মন্ত্রিসভায় দ্বিতীয় গুরুত্বপূর্ণ সদস্য হয়েছেন দিন্ডিগুল শ্রীনিবাসন, তাকে দেওয়া হয়েছে বন মন্ত্রণালয়ের দায়িত্ব, তৃতীয় গুরুত্বপূর্ণ মন্ত্রী হলেন সেনগোত্তাইয়ান, তিনি পেয়েছেন স্কুল শিক্ষার দায়িত্ব। এছাড়াও সি. বিজয়া ভাস্কর-স্বাস্থ্য, এম.সি.সম্পত-শিল্প, এম.আর.বিজয়ভাস্কর-পরিবহন, সি.ভি.সন্মুগম-আইন, কারুপান্নান-পরিবেশ, সেল্লুর রাজু-সমবায়, নিলোফার কাফিল-শ্রম, ভি.সরোজা-সামাজিক ন্যায়, কামরাজ-খাদ্য সরবরাহ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
আগামী ১৫ দিনের মধ্যে আস্থাভোটের মাধ্যমে প্রথমে সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করতে হবে পালানিস্বামীকে। ২৩৫ সদস্য বিশিষ্ট তামিলনাড়ুতে গরিষ্ঠতা প্রমাণের জন্য দরকার ১১৭ জন বিধায়ককের সমর্থন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ