ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন মার্কিন নৌবাহিনীর সাবেক অ্যাডমিলরাল রবার্ট হারওয়ার্ডস।
বৃহস্পতিবার মার্কিন গণমাধ্যমে একথা বলা হয়েছে। মাইকেল ফ্লিনের স্থলাভিষিক্ত হতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।
উপদেষ্টার দায়িত্ব গ্রহণের আগেই রুশ কর্মকর্তাদের সঙ্গে ফোনালাপের কারণে চলতি সপ্তাহে ফ্লিন পদত্যাগ করতে বাধ্য হন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
রবার্ট এক বিবৃতিতে বলেন, তিনি ‘উপদেষ্টা হিসেবে অঙ্গীকার পূরণ করতে’ পারবেন না। তাই তিনি এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
সাবেক অ্যাডমিরাল এক বিবৃতিতে বলেন, ‘দায়িত্ব পালনের অঙ্গীকার যথাযথভাবে পূরণের জন্য এই চাকরিতে দিনের মধ্যে ২৪ ঘণ্টা ও সপ্তাহে সাত দিনই কাজ করতে হয়। বর্তমানে আমি তা করতে সক্ষম নই।’
বিডি প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম