আয়ের চেয়ে অতিরিক্ত সম্পত্তি রাখার দায়ে আপাতত তিনি জেলে। আর তখনই মুক্তি পেল তার জীবনী নিয়ে তৈরি ছবি ‘শশীকলা’র প্রথম পোস্টার।
গত বছর ডিসেম্বরেই পরিচালক রাম গোপাল বর্মা জানিয়েছিলেন, শশীকলার জীবনকাহিনি তিনি বড়পর্দায় ফুটিয়ে তুলবেন। যেখানে ভারতের তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার সঙ্গে চিনাম্মার আসল সম্পর্কের কথাও ফাঁস করবেন পরিচালক।
রাম গোপাল বর্মার দাবি, এ নিয়ে বেশ কিছু অপ্রত্যাশিত বিস্ফোরক সত্য সামনে আসতে চলেছে। ছবিতে শশীকলার চোখ দিয়েই দেখানো হবে জয়ললিতার জীবনের নানা অজানা তথ্য।
পরিচালক আরও জানান, জয়ললিতার ৩৬ পোয়েস গার্ডেনের বাড়ির মালির থেকে বেশ কিছু মূল্যবান খবর পেয়েছেন তিনি। যা ছবির মাধ্যমে দর্শকরা জানতে পারবেন। টুইটারে ‘শশীকলা’ ছবির প্রথম পোস্টারটি প্রকাশ করলেন রাম গোপাল বর্মা। পোস্টারে স্কেচে শশীকলাকে ফুটিয়ে তোলা হয়েছে। ছবিটি মালয়ালম, হিন্দি ও তামিল ভাষাতেও মুক্তি পাবে।