উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সৎ ভাই কিম জং নাম-এর হত্যাকাণ্ডের জোর তদন্ত চলছে। এবার কিম জং নাম হত্যায় উত্তর কোরিয়ার এক নাগরিককে আটক করা হল।
মালয়েশিয়া পুলিশ বলছে, শনিবার ৪৬ বছর বয়সী রি জং চল নামে এক উত্তর কোরিয়ার এক নাগরিককে আটক করা হয়। আটিকের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে কিম জং নাম হত্যাকান্ডে ইন্দোনেশিয়ার এক নারী, মালয়েশিয়ার এক পুরুষ ও ভিয়েতনামের পাসপোর্টধারী মালয়েশিয়ার এক নারীকে আটক করা হয়। আটকের পর এই তিন জনকেও রিমান্ডেও নেওয়া হয়।
উল্লেখ্য উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উনের সৎ ভাই কিম জং-নাম (৪৫) গত মঙ্গলবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিমানবন্দরে ফ্লাইটের জন্য অপেক্ষারত অবস্থায় মারা যান।
বিডি-প্রতিদিন/ ১৮ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৩