ভারতের আসামের শুভলক্ষ্মী নামের এক কিশোরীর পোস্ট রীতিমতো ভাইরাল। কোনওরকম রাখঢাক না করে তিনি জানিয়েছেন, কয়েকজন বাইকআরোহী যুবক তাকে যৌন হেনস্তা করেছে। মুখ ঢেকে এসেছিল তারা। তাদের মতলব বুঝতে পেরেই রাস্তার একদিকে সরে গিয়েছিলেন শুভলক্ষ্মী। কিন্তু ওই যুবকরা সেদিকে গিয়েই তার সঙ্গে অশ্লীল আচরণ করে পালায়।
এ কথা সোশ্যাল মিডিয়ায় দেওয়া মাত্র তা ভাইরাল হয়ে যায়। ঝড় ওঠে প্রতিবাদের। অভিযুক্তদের গ্রেফতারের দাবি ওঠে।
এ ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে ভারতের এক মন্ত্রীর মন্তব্য। তিনি বলেন, নিজের হেনস্তার জন্য তার পুলিশের কাছে যাওয়া উচিত ছিল। তার বদলে ফেসবুকে কিশোরী নিজেকে হাস্যকর করে তুলছেন।
এই মন্তব্যের পরই আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন সাধারণ মানুষ। একজন কিশোরী যখন সাহস করে যৌন হেনস্তার কথা জানিয়েছে এবং তা নিয়ে প্রতিবাদ দানা বাঁধছে, তখন এমন মন্তব্য কেন? এই প্রশ্নে পাল্টা প্রতিবাদ জানিয়েছেন বহু মানুষ।
শুভলক্ষ্মীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ। যে কথা সাধারণ কিশোরীরা লুকিয়ে যান, তা সামনে এনে তিনি যে জনমত তৈরি করেছেন, সেই প্রয়াসের প্রশংসা করছেন অসংখ্য মানুষ।
বিডি প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা