ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর দখলে থাকা ইরাকের মসুল শহরের পশ্চিমাঞ্চল পুনরুদ্ধারের জন্য বড় ধরনের অভিযান শুরু করেছে ইরাকি সরকারি বাহিনী। রবিবার সকালে কয়েকশো সামরিক যান নিয়ে অভিযান শুরু করেন হাজার হাজার ইরাকি সেনা, পুলিশ, স্বেচ্ছাসেবী এবং শিয়া ও কুর্দি সশস্ত্র যোদ্ধারা। অভিযানের শুরুতেই শহরের দক্ষিণ দিকের দু'টি গ্রাম ইরাকি যোদ্ধারা দখল করে নিয়েছে বলে জানা গেছে।
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি আনুষ্ঠানিকভাবে আইএসবিরোধী অভিযানের ঘোষণা দেন। গত মাসে ইরাকি যোদ্ধারা ইসলামিক স্টেট জঙ্গিদের কাছ থেকে মসুলের পূর্বাঞ্চল মুক্ত করেন।
সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল আবদুলামির ইয়ারাল্লাহ এক বিবৃতিতে জানান, মসুল বিমানবন্দরের কাছে 'আতবাহ' ও 'আল-লাজ্জাগাহ' নামে দু'টি গ্রাম দখলে নিয়ে নিয়েছে সেনাবাহিনীর একটি ইউনিট।
তবে মসুলের পশ্চিমের সরুগলিতে যোদ্ধারা চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন বলে ধারণা করছেন সেনা কর্মকর্তারা।
অন্যদিকে জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলছে, পশ্চিম মসুলে প্রায় সাড়ে ছয় লাখ মানুষ আটকা পড়ে আছেন। আটকা পড়া হাজার হাজার মানুষের নিরাপত্তার বিষয় যেন সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়।
ইরাকি বাহিনী এখন মসুল ঘিরে রেখেছে। আর আইএসকে লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী।
বিডি-প্রতিদিন/এস আহমেদ