সিরীয় সেনাবাহিনী উত্তরপশ্চিম সিরিয়ার আরও বেশ কিছু গ্রাম আইএসের দখল থেকে নিজেদের দখলে নিয়েছে। স্থানীয় সময় শনিবার রাষ্ট্রীয় মালিকানাধীন ইখবারিয়াহ সেনাবাহিনীকে উদ্ধৃত করে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সিরীয় সেনারা মূলত আলেপ্পো প্রদেশের দিকে এগিয়ে যাচ্ছে। এ সময় সেনারা আইএসদের হটিয়ে দিয়ে একের পর এক গ্রাম নিজের দখলে নিতে শুরু করেছে তারা। বর্তমানে আলেপ্পোর পানির সঞ্চালন লাইন নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটির সেনাবাহিনী।
এদিকে তুরস্কের মদদপুষ্ট প্রতিপক্ষ বাহিনী গত মাসে আল-বাবের নিয়ন্ত্রণ নেয়। এরপরেও সিরীয় সেনাবাহিনী দক্ষিণ ও পূর্বাঞ্চল দিয়ে অগ্রসর হচ্ছে। আল-বাবে আইএসের দখল থেকে দক্ষিণাঞ্চল উদ্ধারের ফলে তুর্কী ও প্রতিপক্ষদের দক্ষিণাঞ্চল এলাকামুখী যাত্রা অনেকটাই বাধাগ্রস্ত হয়ে পড়ল বলেই ধারণা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ৫ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৬