ভারতের দক্ষিণ কাশ্মীরের ত্রালে সংঘর্ষে রাজ্যর পুলিশের এক সদস্য ও দুই জঙ্গি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার সেনা সদস্য।
শনিবার সন্ধ্যায় দক্ষিণ কাশ্মীরের পুলওমা জেলার হাফু নাজিনপুরা গ্রামে একটি বাড়ি ঘিরে ফেলে সিআরপিএফ, স্পেশাল অপারেশন গ্রুপ এবং জম্মু-কাশ্মীরের পুলিশ। জঙ্গিদের ধরতে জোর অভিযান শুরু হয়। এরপরই সেনাবাহিনীকে লক্ষ্য করে আচমকা গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে মারা যায় এক পুলিশ কর্মী। পাল্টা গুলি চালায় সেনাবাহিনীও।
রাজ্য পুলিশের প্রধান এস.পি.ভইদ জানান, সংঘর্ষে নিহত পুলিশ সদস্যের নাম মনজুর আহমেদ নায়েক। সেনার পাল্টা গুলিতে দুই জঙ্গি নিহত হয়েছে। এদের একজন স্থানীয় যুবক আকিব মৌলবী অন্যজন বিদেশি নাগরিক ওই জঙ্গির নাম ওসামা।
জঙ্গি সংঘর্ষের ঘটনার ছড়িয়ে পড়ার পরই এলাকাবাসীরা ঘটনাস্থলের দিকে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। এরইমধ্যে এক বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর হাত থেকে রাইফেল ছিনিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে।
রাজ্য পুলিশের আইজি (আইনশৃঙ্খলা) এস.জে.এম.গিলানি জানান, এনকাউন্টার শেষ হয়েছে, আমরা এখন ঘটনাস্থলটি পরিস্কারের কাজ করছি। এখানে আইন-শৃঙ্খলার কোন অবনতি হয়নি। তবে গতকাল সন্ধ্যার দিকে সংঘর্ষস্থলে একটি বিক্ষোভের ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/৫ মার্চ, ২০১৭/ফারজানা