মধ্য আমেরিকার দেশ পানামায় একটি বাস খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছে। আর আহত হয়েছেন আরও ৩৫ জন। হতাহতরা সবাই খামারের কর্মী বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
স্থানীয় সময় রবিবার বাসটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যাওয়ার ফলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় এক কর্মকর্তা হোসে দনদ্রিস জানান, পানামার পূর্বাঞ্চলীয় ককলিতে খামার কর্মীদের নিয়ে বাসটি যাচ্ছিলো। পানামা সিটি থেকে এর দূরত্ব ১১১ কিলোমিটার। প্রাথমিক ধারণা করা হচ্ছে চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই এ দুর্ঘটনা ঘটে।
তিনি আরও জানান, "খামারের ফল উত্তোলনের জন্য তাদের নিয়ে যাওয়া হচ্ছিলো। দুর্ঘটনায় আহতদের হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।"
বিডি-প্রতিদিন/ ৫ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৫