চীনে ভারতীয় যোগগুরুদের চাহিদা এখন তুঙ্গে। বিশেষত হৃষিকেশের প্রশিক্ষণ পাওয়া যোগগুরু হলে তো আর কথাই নেই। শুধু চীনই নয়, গোটা দক্ষিণ–পশ্চিম এশিয়াতেই এখন চাহিদা বাড়ছে ভারতীয় যোগগুরুদের। খবর আজকালের।
এই মুহূর্তে ১৫০০ এরও বেশি যোগগুরু প্রশিক্ষণ দিচ্ছেন চীনে। তাদের ৮০ শতাংশই হৃষিকেশে প্রশিক্ষণ নিয়েছেন। এদেরই একজন যোগগুরু হলেন আশিস বহুগুণা। দশ বছরেরও বেশি সময় ধরে চীনে যোগব্যায়াম শেখাচ্ছেন তিনি। বেইজিংয়ে তার ছাত্র–ছাত্রীর সংখ্যা কুড়ি হাজারেরও বেশি।
তিনি জানালেন, ‘মানসিক ও শারীরিক চাপ থেকে মুক্তি পেতে যোগের কোনও বিকল্প নেই। চীনের মানুষও সেটা বুঝতে পারছেন। তাই যোগের চাহিদা বাড়ছে।’
আশিস আরও বলেন, ‘হৃষিকেশে ভারতীয় যোগের খাঁটি এবং আদিমতম রূপটা শেখানো হয়। সেই কারণেই হৃষিকেশের যোগগুরুদের চাহিদা বেশি।’
শুধু যোগ শেখানোই নয়, চীনের মাটিতে যোগগুরু তৈরি করার কাজটাও করছেন যোগগুরুরা। তাই ভারতীয় গুরুদের কাছ থেকে যোগ শিখতে ভিড় জমাচ্ছেন অনেকেই।
বিডি-প্রতিদিন/ ৮ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৮