গুয়েতেমালার রাজধানীর আসুনসিয়ান থেকে ২৫ কিলোমিটার দূরে একটি শিশু নিকেতনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডে ১৯ শিশুর মরদেহ উদ্ধার করেছেন দেশটির ফায়ার সার্ভিসের কর্মীরা। বুধবারের এ অগ্নিকাণ্ডের ঘটনায় আরো ২৫ জন আহত হয়েছে বলে সংবাদ মাধ্যমে জানা যায়। ঘটনার পর থেকে উদ্ধার কাজ এখন চলছে।
দেশটির পুলিশ সূত্রে বলা হয়েছে, শিশু নিকেতনে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। কী কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা জানা যায়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার