ভারত-নেপাল সীমান্তের বসহি চেক পোস্ট সেতু বানানো নিয়ে তীব্র সংঘর্ষের ঘটনায় ৬ জন আহত হয়েছেন। জানা যায়, প্রথমে নেপালের দিক থেকে গুলি চালানো হয়েছে। প্রত্যুত্তরে এসএসবি গুলি চালায়। তাতে এক নেপালির মৃত্যু হয়েছে। নেপালের সংবাদ মাধ্যম বলা হয়েছে, নিহতের নাম গোবিন্দ গৌতম। তিনি ভারত সীমান্ত সংলগ্ন নেপালের কাঞ্চনপুর জেলার বাসিন্দা।
সংঘর্ষের জেরে বসহি চেকপোস্ট সাময়িক বন্ধ রয়েছে। সীমান্তের দু'পারে দু'দেশের সীমান্তরক্ষীরা একে অপরের মুখোমুখি পজিশন নিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ভারতের উত্তরপ্রদেশের লখিমপুর থেকে বিশাল রক্ষী বাহিনী পাঠানো হয়েছে। দুই দেশের সীমান্তে ‘নো ম্যানস ল্যান্ড’ জমিতে একটি সেতু বানানো নিয়ে ঝগড়ার সূত্রপাত ঘটে।
বন্যা কবলিত এলাকা হওয়ার কারণে ১৯৯ নম্বর পিলার সংলগ্ন এলাকাটি প্রতি বছর বর্ষার সময় ডুবে যায়। তখন আসা যাওয়া পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। নেপাল চাইছে এই এলাকায় একটি সেতু তৈরি হোক। বিতর্কিত জমি বলে সেই সেতু তৈরি নিয়ে বিবাদ চলছে দু'পক্ষের। গত মাসেও সেতু তৈরি নিয়ে পরিস্থিতি গরম হয়ে উঠেছিল। আলোচনার মাধ্যমে তখনকার মতো সব কিছু থেমে গিয়েছিল। আজ বৃহস্পতিবার একই ইস্যুতে সংঘর্ষ ছড়িয়েছে সেখানে। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।
বিডি প্রতিদিন/এ মজুমদার