ফের পাকিস্তানে খুন হলেন হিন্দু সম্প্রদায়ের এক নারী৷ এই ঘটনা ঘটেছে পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে৷ পাকিস্তানি সংবাদমাধ্যম জানিয়েছে, মৃত ওই নারীর নাম জানিয়া কুমারী৷ এদিকে জানিয়ার ভাই জালো রাম তার বোনের মৃত্যুর জন্য এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তিদের দায়ী করেছেন৷
যদিও এই ব্যাপারে কোনও প্রমাণ পাওয়া যায়নি৷ পুলিশের কাছে লিখিত অভিযোগও দায়ের করেছেন জালো রাম৷ তদন্ত শুরু হয়েছে৷ খুনের পিছনে কি কারণ রয়েছে তা এখনও জানা যায়নি৷ এর আগেও অনেকবার পাকিস্তানে খুন করা হয়েছে সংখ্যালঘু হিন্দু, শিখ, খ্রিস্টানদের সম্প্রদায়ের বহু মানুষকে৷
সম্প্রতি পাকিস্তানের সংখ্যালঘু হিন্দু নারীদের উপর অত্যাচার রুখতে পাস হয়েছে হিন্দু বিবাহ আইন৷ বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে খুব একটা নিরাপদে নেই পাকিস্তানে অবস্থানরত সংখ্যালঘুরা৷
সূত্রঃ কলকাতানিউজ টোয়েন্টিফোর
বিডি-প্রতিদিন/ ১০ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৪