নেপালে ৬০ জন যাত্রী নিয়ে হাইওয়ে থেকে ২০০ মিটার খাদে পড়ে গেল একটি বাস। এতে কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪০ জন। বৃহস্পতিবার পশ্চিমাঞ্চলীয় জাযারকোট জেলা এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
প্রধান জেলা কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র পাওদেল জানিয়েছেন, ঘটনাস্থলেই ১৩ জন নিহত হয়েছেন। বাকি নয়জনকে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর তাদের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় বাসটিতে ৬০ জন আরোহী ছিল। বাসটি কলঙ্গ থেকে খারার উদ্দেশে রওনা দিয়েছিল।
জেলা পুলিশের প্রধান ভবেশ রিমাল জানিয়েছে, ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। আহত বেশ কয়েকজনকে কাঠমুন্ডু এবং নেপালগঞ্জে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ