যুক্তরাষ্ট্রে তীব্র তুষারপাতের কারণে দেশটির উত্তরাঞ্চলের প্রায় এক কোটি জনগণকে সোমবার থেকে রেকর্ড মাত্রায় ঠান্ডার মধ্যে সময় অতিবাহিত করতে হচ্ছে। বিভিন্ন অঞ্চলে ১৮ ইঞ্চি পর্যন্ত বরফে ঢেকে গেছে রাস্তা-ঘাট। কোথাও তাপমাত্রা নেমে এসেছে জিরো ডিগ্রির নিচে। বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ভ্রমণ কর্যক্রম।
স্থানীয় সময় অনুসারে সোম ও মঙ্গলবার দু'দিনের এয়ারলাইন্সের বিভিন্ন রুটের ১ হাজার ৫০০ ফ্লাইট বাতিল করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর মধ্যে সোমবারের ৭২৫ ও মঙ্গলবারের ৮১৫টি ফ্লাইট বাতিল করা হয়। সোমবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ইউএসএ টুডে’র খবরে এ তথ্য জানানো হয়। এমন পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও নিরাপদে থাকতে বলা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার