মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ট্রাম্প প্রশাসনের নীতির কুফল ভুগতে হচ্ছে। বিদেশি ছাত্র ভর্তির আবেদন চলতি বছর প্রায় ৪০ শতাংশ কম পড়েছে দেশটির বিভিন্ন কলেজে। আর এই আবেদনের সংখ্যা বেশি কমেছে মধ্য এশিয়ার দেশগুলো থেকেই।
বিশেষজ্ঞরা এর পিছনে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিকেই দায়ী করেছেন। সঙ্গে যুক্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে বিদেশিদের ওপর হামলার বিষয়টিও। বুধবার ট্রাম্পের আনা নতুন অভিবাসন নীতির ওপর স্থগিতাদেশ দিতে গিয়ে দেশটির হাওয়াই প্রদেশের বিচারকও বিদেশি ছাত্রের অভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষতি নিয়ে প্রশ্ন তোলেন।
জানা যায়, বিদেশি ছাত্র ভর্তির ওপর মার্কিন শিক্ষাব্যবস্থা অনেকটাই নির্ভরশীল। প্রতি বছর এই বাবদ ৩২০০ কোটি ডলার আয় হয়। মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গত এক দশকে বিদেশি ছাত্র–ছাত্রী সংখ্যা অনেকটাই বেড়েছে। আর গত বছর প্রথম বারের মতো তা ১০ লক্ষ ছাপিয়ে যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার