মাদক বিরোধী অভিযানের জন্য বিশ্ব জুড়ে খ্যাতি পাওয়া ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুর্তেতে জানিয়েছেন আন্তর্জাতিক আদালতও তার মাদক বিরোধী অভিযান রুখতে পারবে না।
তার মাদক বিরোধী কর্মকাণ্ডে এ পর্যন্ত ৮ হাজার মানুষ নিহত হয়েছেন। তাই দুর্তেতের বিরুদ্ধে দেশে-বিদেশে চলছে প্রতিবাদ। এমনকি প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনতে মাঠে নামছেন বিরোধীরা। এমন পরিস্থিতিতে দুর্তেতের মন্তব্য হচ্ছে- ‘আন্তর্জাতিক আদালতও আমাকে থামাতে পারবে না’।
স্থানীয় সময় রোববার মায়ানমার সফরের আগে দুর্তেতে বলেন, ‘আমি কোনো কিছুতেই ভীত নই এবং আমি এত সহজেই থামছি না। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইইসিসি), অভিশংসন যদি আমার নিয়তি হয়ে থাকে, তবে আমি তা মেনে নেব। এসব কোনো কিছুই আমাকে থামাতে পারবে না।’
দুর্নীতি, অপরাধ ও মাদকের বিরুদ্ধে চলমান অভিযান চলবে এবং এটা সময়ের সঙ্গে সঙ্গে আরো ‘নিষ্ঠুর’ হবে বলেও তিনি মন্তব্য করেন।
প্রসঙ্গত, গত বছর জুনে ক্ষমতা গ্রহণের পর থেকেই মাদকবিরোধী অভিযানের নামে অবাধে হত্যাযজ্ঞ চালিয়ে আসছেন দুর্তেতে। মাদকবিরোধী অভিযানে এ পর্যন্ত পুলিশের হাতে নিহত হয়েছেন ৮ হাজারের বেশি মানুষ।
সূত্র: আল জাজিরা