ভুয়া ভারতীয় ঠিকানা দিয়ে পাসপোর্টের আবেদন করায় এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতের বিহার রাজ্যের পুলিশ। মঙ্গলবার ওই যুবককে পাটনার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আহমেদ-আল-ফাহাদ নামে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ফাহাদের দাবি, তিনি বিহারের মধুবনি জেলার খাজৌলি পুলিশ থানার অধীন একটি গ্রামের বাসিন্দা।
পাটনা পুলিশের (মধ্য) এসপি চন্দন কুমার কুশওয়া জানান, বাংলাদেশের ময়মনসিং জেলার ত্রিশাল পুলিশ থানার অধীন বামনাখালি-রাইমনি গ্রামের বাসিন্দা ফাহাদ। দালালের মাধ্যমে পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে। ভারতে প্রবেশ করে সে কিছুদিন কলকাতায় অবস্থান করেছিল, সেখান থেকে মুম্বাইয়ের একটি হোটেলে প্রায় ১০ দিনের বেশি সময় ছিল। এরপর মধুবনিতে চলে আসে ফাহাদ। সেখানে দীপক কুমার চৌধুরী নামে এক ভারতীয় তাকে কাজ পাইয়ে দেয়ার প্রতিশ্রুতি দেয়।
পুলিশ সুপার আরও জানান, দীপকের মা খাজৌলির গ্রাম প্রধান উষা দেবীর বাড়িতেই গত তিন মাস ধরে অবস্থান করছিলেন ফাহাদ। ভারতীয় পাসপোর্ট পাইয়ে দিতে উষা দেবী ফাহাদকে কিছু ভারতীয় নথিপত্র জোগাড় করে দেন।ফাহাদের বিভিন্ন নথি পরীক্ষার সময়ই পাসপোর্ট কর্মকর্তাদের সন্দেহ হয়। তবে সবচেয়ে বেশি সন্দেহের কারণ ফাহাদ স্থানীয় মৈথিলি কিংবা হিন্দি কোন ভাষাতেই কথা বলতে পারেননি।
বিডি প্রতিদিন/২২ মার্চ, ২০১৭/ফারজানা