আন্তর্জাতিক সমর্থন সত্ত্বেও চীনের 'ওয়ান বেল্ট, ওয়ান রোড' প্রকল্পের বরাবরই বিরোধিতা করে আসছে ভারত। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ইকোনমিক করিডর তৈরির পক্ষে নয় তারা।
সম্প্রতি চীন সরকারের মুখপাত্র গ্লোবাল টাইমস জানিয়েছে, 'ওয়ান বেল্ট, ওয়ান রোড' এর প্রতি আন্তর্জাতিক সমর্থন আটকাতে করতে পারবে না নয়াদিল্লি। ভারত বিরোধিতা করলেও, আন্তর্জাতিক সমর্থনে দ্রুতই ওই মহাপ্রকল্প বাস্তবায়িত হবে। খবর সংবাদ প্রতিদিনের।
গত শুক্রবার চীনা কূটনীতিবিদদের একটি দল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবনা তুলে ধরে জানিয়েছে, দক্ষিণ ও মধ্য এশিয়া, ইউরোপের অর্থনৈতিক উন্নয়নের জন্য সড়ক ও জলপথে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা জরুরি। আসন্ন মে মাসে বেইজিংয়ে 'ওয়ান বেল্ট, ওয়ান রোড' প্রকল্পের প্রথম আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তুতি শুরু করে দিয়েছে চীন। ২০টি দেশের শীর্ষনেতারা ওই সম্মেলনে উপস্থিত থাকবেন বলে দাবি করেছে চীনা গণমাধ্যম।
ভারতের দাবি, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ইকোনমিক করিডর তৈরি হলে ভারতের সার্বভৌমত্ব নষ্ট হবে। একইভাবে দক্ষিণ চীন সাগরেও চীনা আধিপত্যে আপত্তি তুলেছে ভারত।
২০১৩ সালে প্রেসিডেন্ট শি জিংপিং চীন পাকিস্তান ইকোনমিক করিডর এর পরিকল্পনা প্রকাশ্যে আনেন। 'ওয়ান বেল্ট, ওয়ান রোড' এর সামগ্রিক প্রকল্পের অধীনে এটি একটি ফ্ল্যাগশিপ প্রজেক্ট।
ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর গত ২২ ফেব্রুয়ারি বলেন, এ প্রকল্প ভারতের সার্বভৌমত্বকে আঘাত করবে। কারণ, ওই করিডর পাকিস্তান অধিকৃত কাশ্মীরের উপর দিয়ে যাবে। ভারত তার সর্বভৌমত্বের বিষয়ে সচেতন। যে কেউ এসে তার উপর আঘাত করবে, এটা মেনে নেয়া হবে না।
বিডি প্রতিদিন/২২ মার্চ, ২০১৭/ফারজানা