বাংলাদেশ সরকারের কঠোর মনোভাবের কারণে জঙ্গিরা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভারতের কংগ্রেসের সাংসদ ও সাবেক মন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী।
শুক্রবার লোকসভায় জিরো আওয়ারে বক্তব্য রাখতে গিয়ে এই আশঙ্কা প্রকাশ করেন তিনি।
সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেন, ‘বাংলাদেশ সরকার যেভাবে জঙ্গি ও সন্ত্রাসীদের ধরতে অভিযান চালাচ্ছে বা কড়া মনোভাব নিয়েছে তাতে জিহাদি শক্তিগুলো উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলো দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছে।'
এব্যাপারে কেন্দ্রের বিজেপি সরকারেরও দৃষ্টি আকর্ষণ করেছেন কংগ্রেসের এই সাংসদ। তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকার বিষয়টি যেন অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করে এবং সংশ্লিষ্ট রাজ্যগুলোকে এ ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেয়’।
বিডি প্রতিদিন/০১ এপ্রিল ২০১৭/এনায়েত করিম