মার্কিন অর্থ মন্ত্রণালয় উত্তর কোরিয়ার ১১ ব্যবসায়ী প্রতিনিধি এবং একটি শিল্প প্রতিষ্ঠানের ওপর অবরোধ আরোপ করেছে। পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা অব্যাহত রাখায় দেশটির অর্থনীতিকে দুর্বল করার চেষ্টায় এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর শুক্রবার এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
কালো তালিকাভুক্ত কোম্পানিটির নাম পায়েকসল ট্রেডিং কর্পোরেশন। এটি উত্তর কোরিয়াভিত্তিক কোম্পানি। মন্ত্রণালয় জানায়, এই কোম্পানির মাধ্যমে কয়লা ও লৌহজাত পণ্য রফতানি করে পিয়ংইয়ং বৈদেশিক মুদ্রা আয় করে থাকে।
যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া থেকে চীনের কয়লা আমদানি বন্ধ করতে বেইজিংয়ের সহযোগিতা চেয়েছে। কেননা, পায়েকসল চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় দালিয়ান নগরীর বিভিন্ন কোম্পানির মাধ্যমে কয়লা রফতানি করে আসছে।
বিডি প্রতিদিন/১ এপ্রিল ২০১৭/এনায়েত করিম