ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় ইস্ট জাভা প্রদেশে ভূমিধসে কমপক্ষে ১১ জনের প্রাণহানি ঘটেছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।
আজ শনিবার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক কর্মকর্তা সুতোপো পুরউ টেলিফোনে বার্তা সংস্থা সিনহুয়াকে এ কথা বলেন।
তিনি বলেন, পনোরোগো জেলার বানারান গ্রামে এ ভূমিধসের ঘটনা ঘটে। এতে ২৫ থেকে ৩০ বাড়ি মাটির নীচে চাপা পড়ে। আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
ওই কর্মকর্তা আরও জানান, সেখানে উদ্ধার ও অনুসন্ধান অভিযান চলছে। সৈন্য, পুলিশ, স্থানীয় দুর্যোগ দফতরের কর্মী এবং স্বেচ্ছাসেবকরা এ অভিযানে অংশ নিয়েছে।
সুতোপো জানান, ঘটনাস্থলে প্রবেশ অনেক কঠিন হওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। এক্ষেত্রে জরুরিভাবে ভারী যন্ত্রপাতি প্রয়োজন।
বিডি প্রতিদিন/১ এপ্রিল ২০১৭/এনায়েত করিম