ভারতের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে ধাওয়া করে দিল্লি বিশ্ববিদ্যালয়ের চার ছাত্র। চার জনের বয়সই ১৮-১৯ এর মধ্যে।
শনিবার ওই চার ছাত্র মদ্যপ অবস্থায় স্মৃতি ইরানির গাড়ি ধাওয়া করলে পুলিশ তাদের আটক করে।
শনিবার বিকেল সোয়া ৫ নাগাদ ইরানি পুলিশকে ফোনও করে জানান, কয়েক জন যুবক একটি গাড়িতে করে তার গাড়িকে অনুসরণ করছে। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তৎপর ওই গাড়িটিকে ধরে এবং জানতে পারে যে ওই চার যুবক দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। চার ছাত্রকে আটক করে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।
চার যুবকের মেডিক্যাল টেস্ট করেই দেখা গেছে যে তারা সেই সময় মদ্যপ ছিল। দক্ষিণ দিল্লিতে এক বন্ধুর জন্মদিনের পার্টিতে থেকে ফিরছিল তারা।