ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটের বিধানসভা আইন সংশোধন করে যা বলল, তার চেয়ে আরও এক কদম বাড়িয়ে রাখলেন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী রমন সিংহ।
বললেন, ‘গরু কাটলেই এ বার ফাঁসির দড়িতে ঝোলানো হবে।’’
গুজরাটের বিধানসভা সংশ্লিষ্ট আইন সংশোধন করে বলেছে, গরু কাটলেই হবে যাবজ্জীবন কারাদণ্ড।’’
গুজরাটের পর এমন ঘটনা ছত্তীসগঢ়ে ঘটলে কী হবে, সাংবাদিকের এই প্রশ্নের জবাবে এ দিন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী রমন সিংহ বলেছেন, ‘‘গত ১৫ বছরে ছত্তীসগঢ়ে এমন ঘটনা ঘটেছে বলে শুনেছেন কখনও? এ রাজ্যে কেউ গরু কাটলে তার ফাঁসি হবে।’’
এদিকে ক্ষমতায় এসেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুরো রাজ্যে কসাইখনা বন্ধের আদেশ জারি করেছেন।
সূত্র : আনন্দবাজার
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন