আইএস প্রধানের ডানহাত ও জঙ্গি সংগঠনের ডেপুটি কমান্ডার আয়াদ আল জুমাইলিকে হত্যা করা হয়েছে।
নিহত জঙ্গি নেতা ইসলামিক স্টেটের দ্বিতীয় সর্বোচ্চ পদে ছিল। ইরাকের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে এই খবর। তাদের দাবি, সিরিয়া সীমান্তের কাছে বিমান হানায় জুমাইলি সহ আরও কয়েকজনকে হত্যা করা হয়েছে।
জুমাইলির মৃত্যু সংবাদ নিশ্চিত হতেই দুনিয়া জুড়ে আলোড়ন। এবার কি তবে বাগদাদির পালা ? উঠতে শুরু করেছে এই প্রশ্ন৷ কারণ, আইএসের ঘাঁটি মোসুল ঘিরে তীব্র লড়াই চলছে৷ শহরের বড় অংশ এখন জঙ্গিদের হাতছাড়া।
খোদ ইসলামিক স্টেটের প্রধান আবু বকর আল বাগদাদি চূড়ান্ত হামলার জন্য তৈরি হয়েছে। এমনই জানাচ্ছে বিভিন্ন গোয়েন্দা সংগঠন।