খুব শীঘ্রই বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী হচ্ছেন লকেট চট্টোপাধ্যায়। বর্তমানে এই পদে রয়েছেন রূপা গাঙ্গুলী। তিনি রাজ্যসভার সাংসদও। রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, দুটি পদ সামলানোয় চাপ বাড়ছিল রূপার৷তার চাপ কিছুটা লাঘব করতেই এই সিদ্ধান্ত দলের।
সংসদের উচ্চকক্ষে মনোনীত হওয়ার পর সাংগঠনিক পদ যে তাকে ছেড়ে দিতে হতে পারে সেই ইঙ্গিত বিজেপি-র শীর্ষ নেতৃত্বের তরফে আগেই দেওয়া হয়েছিল রূপাকে। সম্প্রতি এক কেন্দ্রীয় নেতার বাড়িতে নৈশভোজে রূপাকে পরিবর্তনের বার্তা দিয়ে দেওয়া হয়েছে। রূপা তাতে সমর্থনও জানিয়েছেন।
সেইমতে সম্প্রতি মহিলা মোর্চার নেত্রীদের একটি বৈঠকে ডেকে পরবর্তী সভানেত্রী হিসাবে তাদের পছন্দের নাম জানাতে বলেছিলেন রূপা। যদিও রাজ্য বিজেপি-র অনেক নেতা তখন এ ব্যাপারটাতেও অসন্তুষ্ট হয়েছিলেন। কারণ, তাদের মতে মহিলা মোর্চা দলের সামগ্রিক সংগঠনের অংশ। রূপা নয়, দলই ঠিক করবে পরবর্তী সভানেত্রী কে হবেন?