অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ায় ২৫৪ জনের প্রাণহানি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ধ্বংসস্তুপের নিচে এখনো ‘অগণিত’ মানুষ আটকা পড়ে আছে। তাছাড়া এ ভূমিধসে বহু মানুষ আহত হয়েছেন। টানা বৃষ্টিতে নদীর বাঁধ ভেঙে কাদাপানি ভাসিয়ে নিয়ে গেছে পুটুমায়ো প্রদেশের অসংখ্য বাড়িঘর। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় হাসপাতালগুলো চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে বলে জানিয়েছে দেশটির দায়িত্বশীল একজন সেনা কর্মকর্তা। দেশটির প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল স্যানটোস আক্রান্ত এলাকা পরিদর্শন করে
এদিকে ক্ষতিগ্রস্তদের জন্য সমবেদনা প্রকাশ করে দেশটির প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল স্যানটোস বলেছেন, দুর্যোগকালীন জাতীয় জরুরি অবস্থায় সেনা মোতায়েন করা হয়েছে। ক্ষতির মাত্রা এত বেশি যে উদ্ধারকাজ শেষ করতে কয়েকদিন লেগে যেতে পারে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার