‘বিশ্ব এপ্রিল ফুল দিবস’-এ হয়রানির শিকার হলেন পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী রহমান মালিক। ১ এপ্রিল ‘বিশ্ব এপ্রিল ফুল দিবস’ উপলক্ষে প্রকাশিত একটি ভুয়া খবরকে সত্যি ভেবে প্রতিক্রিয়াও দিয়ে ফেলেন তিনি।
শনিবার একটি পাক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল, ইসলামাবাদের নতুন বিমানবন্দরের নাম বদলে রাখা হবে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর নামে। আসলে এপ্রিল ফুল দিবসে নিজেদের পাঠকদের সঙ্গে মজা করার জন্যই খবরটি প্রকাশ করেছিল সংবাদমাধ্যমটি। কিন্তু এই মজাটিই ধরতে পারেননি রহমান মালিক। তিনি এটিকে সরকারি পদক্ষেপ মনে করে খবরটি প্রকাশিত হওয়ার কয়েকঘণ্টার পরেই একটি কড়া বিবৃতি দিয়ে দেন।
রহমান তাঁর বক্তব্যে বলেন, পাকিস্তান পিপলস দলের নেতা বেনজির ভুট্টোর নাম বদলে অন্য কারওর নামে যদি বিমানবন্দরের নামকরণ করা হয়, তাহলে সেটা মেনে নেওয়া হবে না। আন্দোলনে নামবেন তাঁরা। এমনকি দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচীও পালন করা হবে।
সংবাদমাধ্যমের উদ্দেশে লেখা বিবৃতি আরও বলা হয়, ‘সরকারের এই ধরনের সিদ্ধান্তে সাধারণ মানুষের মনে আঘাত লাগতে পারে। জাতীয় নায়কদের নামে নামকরণ করা হয়েছে এরকম কোনও প্রতিষ্ঠানের নাম বদলের নজির এর আগে কখনও হয়নি।’ এমনকি, সরকারের কাছে এই খবরটি সম্পর্কে আরও তথ্য জানতে চান তিনি।
তবে আসল ঘটনা জানার পর রহমানের পক্ষ থেকে এই প্রসঙ্গে আর কোনো বিবৃতি দেওয়া হয়নি।