পাকিস্তানের সারগোধা শহরে এক মাজারের খাদেম (তত্ত্বাবধায়ক) ও তার সহযোগীদের হাতে তিন নারীসহ ২০ মুরিদ খুন হয়েছেন বলে জানিয়েছে জিও নিউজ ও ডননিউজ। রবিবার ভোররাতের (শনিবার শেষ রাত) এ ঘটনা ঘটে। সে সময় আরও চারজন আহত হয়েছেন বলেও জানা গেছে।
এ ব্যাপারে সারগোধার ডেপুটি কমিশনার (ডিসি) লিয়াকত আলি চাট্টা জানিয়েছেন, সুফি সাধক আলি আহমদ গুজ্জরের মাজারের খাদেম আব্দুল ওয়াহেদ চাপাতি ও লাঠি ব্যবহার করে ওই মুরিদদের হত্যা করেছেন। ওয়াহেদ গুরুতর মানসিক অসুস্থতায় ভুগছেন বলে ধারণা করা হচ্ছে। ওই ব্যক্তি (আব্দুল ওয়াহেদ) লাহোরের বাসিন্দা ও একজন সরকারি চাকরিজীবী বলেও জানান ডিসি চাট্টা। অন্যদিকে, নিহতরা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে ডিসি সারগোধা চাট্টা আরও জানান, সারগোধার জেলা হাসপাতালে হাজির হওয়া আহত এক নারী প্রথম এই হত্যাকাণ্ডর খবর দেন। আহত হয়েও যে তিনজন ঘটনাস্থল থেকে পালাতে পেরেছেন তিনি তাদের একজন। তার দেওয়া তথ্যর সূত্রধরে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে ওয়াহেদ ও তার পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করে। মাজারের আশপাশ থেকে ১৯টি মৃতদেহ উদ্ধার করার বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি। পরে পুলিশ আরও একটি মৃতদেহ উদ্ধার করলে নিহতের সংখ্যা দাঁড়ায় ২০।
সূত্র : ডন নিউজ ও জিও নিউজ