দুবাইয়ের বৃহত্তম শপিং মল ও একটি হোটেলের কাছাকাছি নির্মাণাধীন একটি আবাসিক কমপ্লেক্সে আজ রবিবার আগুন লেগেছে। কর্তৃপক্ষ এ কথা জানায়।
এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে দুবাই মল ও বিশ্বের দীর্ঘতম ভবন বুর্জ খলিফার কাছে এ অগ্নিকাণ্ড ঘটে।
অগ্নিকাণ্ডের কারণে আশপাশে যানচলাচল বন্ধ করে দেয়া হয়েছে। মোটা কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে গেছে।
বৃহৎ রিয়েল এস্টেট কোম্পানি ইমার ভবনটি নির্মাণ করছিল।
বিডি প্রতিদিন/২ এপ্রিল ২০১৭/এনায়েত করিম