সম্ভাব্য জঙ্গিহামলা ও হ্যাকারদের আক্রমণের আশঙ্কায় ব্রিটেনের পারমাণবিক গবেষণা কেন্দ্র ও বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনী গত ২৪ ঘন্টার মধ্যে একাধিকবার এ ধরনের সতর্কতা জারি করল। দেশটির গোয়েন্দা সংস্থার আশঙ্কা নিরাপত্তার বেষ্টনী টপকে ব্রিটেনে কয়েকজন জঙ্গি প্রবেশ করেছে। জঙ্গিরা আইএসআইএস বা অন্য কোনও সংগঠনেরও সদস্য হতে পারে।
এছাড়া বেশ কয়েকটি দেশ থেকে ল্যাপটপ, মোবাইল ফোনের মতো বৈদ্যুতিক সামগ্রী নিয়ে ব্রিটেনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে জঙ্গিরা ব্রিটিশ বিমানবন্দর পেরিয়ে দেশে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা করছে ব্রিটিশ ইন্টেলিজেন্স।
দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, সাইবার হামলা রুখতে ১ দশমিক ৯ বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করা হয়েছে সাইবার সিকিউরিটির পিছনে। কিন্তু তা সত্ত্বেও ব্রিটেনের ১৫টি অপারেশনাল রিঅ্যাক্টরে জঙ্গি বা হ্যাকারদের আক্রমণের আশঙ্কা করছে প্রশাসন। সরকারি ও বেসরকারি- দুই সূত্র থেকেই সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কার খবর মিলেছে বলে জানিয়েছে ‘দ্য টেলিগ্রাফ’।
সূত্র: দ্য টেলিগ্রাফ