তিব্বতের ধর্মগুরু ও নোবেলজয়ী ব্যক্তিত্ব দালাই লামা বলেছেন, তিনি ভারত সরকারের দীর্ঘতম অতিথি এবং তিনি মনে করেন শারীরিক ও মানসিক দিক থেকে তিনি একজন ভারতীয়। রবিবার গুয়াহাটিতে অনুষ্ঠিত ‘এনশেন্ট ইন্ডিয়ান নলেজ ইন মর্ডান টাইমস’ নামাঙ্কিত একটি অনুষ্ঠানে উপস্থিত থেকে এই ধর্মগুরু বলেন, ‘শারীরিকভাবে গত ৫০ বছর ধরে ভারতীয় ডাল আর চাপাটি খেয়ে আমি বেঁচে আছি। তাই শারীরিক ও মানসিকভাবে আমি একজন ভারতীয়। গত ৫৮ বছর ধরে আমি ভারত সরকারের দীর্ঘতম অতিথি হিসাবে অবস্থান করছি। এখন আমি ভারতীয় সংস্কৃতির দূত হয়ে সেই আতিথেয়তার প্রতিদান দিচ্ছি।
তিনি আরও বলেন, গত কয়েক বছর ধরে আমি নিজেকে ভারতের সন্তান হিসাবে হিসাবে বর্ণনা করছি। কয়েক বছর আগে কিছু চাইনিস গণমাধ্যম আমাকে জিজ্ঞাসা করেছিল যে, আমি কেন একথা বলছি? আমি তাদের বলেছিলাম যে আমার মস্তিষ্কের প্রতিটি অংশই নালন্দার চিন্তাভাবনা দিয়ে পূরণ করা।
এদিনের ওই অনুষ্ঠান থেকে অসমিয়া ভাষায় লেখা তার নিজের আত্মজীবনী ‘মাই ল্যান্ড এন্ড মাই পিপল’ বইয়ের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হয়। তিনি আশাবাদী একদিন এই বিশ্ব অহিংস ও শান্তিতে পরিপূর্ণ হয়ে উঠবে। দালাই লামা বলেন, আমি জানি না আমার জীবনে আমি কোন পরিবর্তন দেখে যেতে পারবো কি না। তবে আমি আশাবাদী, শিক্ষার মাধ্যমেই আগামী প্রজন্ম বুঝতে পারবে এবং সহানুভূতি ও ভালবাসা বয়ে আনবে।
বিডি-প্রতিদিন/০২ এপ্রিল, ২০১৭/মাহবুব