কিছুদিন আগে ধর্ম নিয়ে ফেসবুকে কবিতা লিখে ‘রামভক্ত’দের রোষের মুখে পড়েছিলেন কবি শ্রীজাত৷ সেই কবিতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হওয়ায় ধর্ষণের হুমকি দেওয়া হয় কবি মন্দাক্রান্তা সেনকে৷ এবার ফের অশ্লীল মন্তব্য করে ফেসবুক পোস্ট করলেন বিজেপির আইটি সেলের এক সদস্য৷ যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাম-ডান সব পক্ষ৷
কোচবিহারের বাসিন্দা বিজেপির আইটি সেলের সদস্য সুদীপ্ত রায় রবিবার সকালে তার ফেসবুকে একটি পোস্ট করেন৷ তাতে এই রাজ্যের বামপন্থীদের অত্যন্ত কদর্য ভাষায় আক্রমণ করেন তিনি৷ বামপন্থীদের পতিতার সঙ্গে তুলনা করেন তিনি৷ এই বিষয়ে তীব্র নিন্দা করেন বাম ছাত্র সংগঠনের এসএফআই নেত্রী মধুজা সেন রায়৷
তিনি বলেন, ‘‘যার যেমন রুচি সে তেমন মন্তব্য করবে এটাই স্বাভাবিক৷এরা মা-বোনদের নূন্যতম সম্মানটুকুও দিতে পারে না৷বিজেপি-আরএসএস জঙ্গলের কথা বলে৷সমাজের কথা এরা শেখেনি৷’’
এদিকে যার বিরুদ্ধে এত অভিযোগ তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কোনও কিছু জানানি৷ তবে বিজেপির আইটি দফতরের রাজ্যস্তরের এক শীর্ষ নেতা বলেন, ‘‘এই ধরনের মন্তব্য একেবারেই ব্যক্তিগত স্তর থেকে করা হয়েছে৷ দল কোনওভাবেই তা সমর্থন করে না৷ তবে অনেক সময় দেখা যায়, ভুয়া প্রোফাইল বানিয়ে এই ধরনের মন্তব্য অনেকেই করেন৷ এখন এটিও সেই ভুয়ো প্রোফাইল কিনা তা খতিয়ে দেখতে হবে৷’’
সূত্রঃ কলকাতানিউজ টোয়েন্টিফোর সেভেন।
বিডি-প্রতিদিন/ ৩ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১০