ভারতে নোট জালকারী চক্রের অপতৎপরতা এবং বাজারে জাল অর্থের প্রাদুর্ভাব হ্রাসে তিন থেকে চার বছর পরপর পাঁচ ও দুই হাজার টাকার নোটের চেহারা বদলানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। যার মধ্যে থাকছে সিকিওরিটি ফিচারসহ আরও কয়েকটি ইস্যু।
এ ব্যাপারে অর্থনীতিবিদরা মনে করছেন, নোট বাতিলের পরও জাল নোটের কারবার বন্ধ না হওয়াতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া, পুরনো নোট বাতিলের ফলে জাল নোটের কারবারে যতটা লাগাম লাগবে বলে মনে করা হয়েছিল তা হয়নি বলেও মনে করছেন অনেকে।
তবে তিন-চার বছর পরপর পুরনো নোট বাতিল করে কীভাবে নতুন নোট চালু করা হবে সে ব্যাপারে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।