রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ফের উত্তাল হয়ে উঠেছে মস্কো। সরকার বিরোধী বিক্ষোভে মস্কোর রাজপথে নেমে এসেছেন শত শত বিক্ষোভকারী।আর এ বিক্ষোভ থেকে অন্তত ৩১ জনকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। মাত্র এক সপ্তাহের ব্যবধানে এ নিয়ে দ্বিতীয়বারের মত বিক্ষোভের ঘটনা ঘটলো মস্কোতে।
জানা গেছে, রোববার রাজধানী মস্কোতে শতাধিক বিক্ষোভকারী রাজপথে জড়ো হন। নিরাপত্তার জন্য পুলিশ তাদের ঘিরে রাখে। এসময় ৩১ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। তবে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।
অন্যদিকে বিক্ষোভকারীদের দাবি, তারা কোনো সহিংসতা ও আইন ভঙ্গ করেননি। শান্তিপূর্ণ বিক্ষোভ থেকেই ৪ শিশুসহ অন্তত ৫৬ জনকে গ্রেফতার করে নিয়ে গেছে পুলিশ।
তবে প্রধানমন্ত্রী মেদভেদেভের মুখপাত্র দুর্নীতির অভিযোগ নাকচ করে জানান, এ অভিযোগ ‘ভুয়া ও মিথ্যা প্রচারণামূলক’। যদিও মেদভেদেভ সরাসরি এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া এখনো জানাননি।
এর আগে গত ২৬ মার্চ সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠে মস্কো। বিক্ষোভে রুশ প্রধানমন্ত্রী মেদভেদেভ ও প্রেসিডেন্ট পুতিনের পদত্যাগ চাওয়া হয়। বিক্ষোভকারীরা ‘পুতিনের পতন হোক’, ‘পুতিন মুক্ত রাশিয়া চাই’ স্লোগানে মুখরিত করেন মস্কোর রাজপথ। দেশটির বিভিন্ন শহরেও এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।এসময় গ্রেফতার হন দেশটির প্রধান বিরোধীদল প্রগ্রেস পার্টির শীর্ষ নেতা অ্যালেক্সি নাভালনি। তাকে ১৫ দিনের কারাদণ্ড দেয় আদালত। আটক হন অন্তত ৫০০ বিক্ষোভকারী। ২০১১-১২ সালের পর এটাই রাশিয়ায় বড় কোনো সরকারবিরোধী বিক্ষোভ।
সূত্র: বিবিসি ও আল জাজিরা